Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Bmi calculator project using java script


আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসা করি সবাই ভাল আছেন। আজকের টপিক হলো  bmi calculator  java script project

Bmi calculator project?
BMI-বা বডি মাস ইনডেক্স বা দেহের ভরসূচি
মানবদেহের বৃদ্ধি ২০-২৪ বছর পযন্ত ঘটে তার পর আর উচ্চতা বৃদ্ধি হয় না। তখন খাদ্যের কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ সবল এবং নীরোগ রাখা
।প্রাপ্তবয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। দেহের উচ্চতার সাথে যদি ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা ভরসূচি বলা হয়। উচ্চতার সাথে যদি আপনার দেহের ওজনের সামঞ্জস্য থাকে, তবেই পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয়।
আমার এই বিএমআই  ক্যালকুলেটরে আপনার ওজন ও আপনার উচ্চতা মিটার হিসাবে (সঠিক হিসাবের জন্য) দিবেন।
এটি খুবই সহজ ভাবে তৈরি করা হয়েছে । চাইলাম আপনি আরও সহজ ভাবে আপনার মত করে সাজাতে পারবেন।
এটিতে ব্যবহার করা হয়েছে java script, css and html
যদি আপনার কাছে আমার এই পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন।
এটি আমার মত করে তৈরি করেছি আপনারা হয়তো আমার তৈরি করা bmi calculator থেকে আরও অনেক ভালো ভাবে তৈরি করতে পারেন।  আর কোন  ভুল ত্রুটি করে তাকি তাহলে ক্ষম করে দিবেন।
আজকের মত এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সেই পযন্ত সবাই ভাল থাকেন সুস্থ থাকেন। খোদা হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ