আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম java script calculator project নিয়ে এটি দিয়ে খুব সহজে আপনি হিসাব করতে পারেন।
আপনারা চাইলে এটি সহজে আপনার মত করে সাজাতে পারেন। ক্যালকুলেটরটি তৈরি করেছি java script, css and html দিয়ে খুবই সহজ ভাবে এটি তৈরি করেছি। এই ক্যালকুলেটর দিয়ে আপনি যোগ বিয়োগ, ভাগ, গুন সহজে করতে পারেন।
আপনার কাছে যদি ক্যালকুলেটর টি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না।
আজকের মত এখানেই শেষ করছি।
আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পযন্ত সবাই ভাল থাকেন।
খোদা হাফেজ।
আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পযন্ত সবাই ভাল থাকেন।
খোদা হাফেজ।
0 মন্তব্যসমূহ