হাই বন্ধুরা কেমন আছেন। আসা করি ভাল আছেন। হে বন্ধুরা তোমরা হয়তো বুঝেতে পেরেছ আজ কি নিয়ে আলোচনা করব। আজ আমি দেখাব কিভাবে শতশত ফেইচবুক একাউন্ট কোনো জিমেইল এবং ফোন নাম্বার ছাড়া খুলতে পারেন।
আমাদের সাধারণত দুইটা বা একটা সিম থাকে অথবা দু'একটা জিমেইল থাকে।
আর এগুলো দিয়ে আমদের সাধারণত ফেইচবুক একাউন্ট খুলতে হয়। আপনি যদি চান ফেক আইডি খুলতে তাহলে আপনার ব্যক্তিগত ফোন নাম্বার ও জিমেইল ব্যবহার করতে হয়। আমি দেখাব কিভাবে আপনার ব্যক্তিগত কোনো তথ্য ছাড়া ফেক ফেইচবুক একাউন্ট খুলতে হয়
আর এগুলো দিয়ে আমদের সাধারণত ফেইচবুক একাউন্ট খুলতে হয়। আপনি যদি চান ফেক আইডি খুলতে তাহলে আপনার ব্যক্তিগত ফোন নাম্বার ও জিমেইল ব্যবহার করতে হয়। আমি দেখাব কিভাবে আপনার ব্যক্তিগত কোনো তথ্য ছাড়া ফেক ফেইচবুক একাউন্ট খুলতে হয়
তাহলে চলুন শুরু করা যাক
প্রথমে আপবার একটি ব্রাউজার ওপেন করুন। (অপেরা অথবা via) ব্যবহার করুন।
তারপর
সার্চ ইঞ্জিনে সার্চ করুন 10minutemail.com
10minutemail ওয়েব সাইটে আপনাকে দশমিনিটের জন্য একটা জিমেইল দিবে।
আর আপনি সেই জিমেইল টা কপি করে রাখুন।
আর আপনি সেই জিমেইল টা কপি করে রাখুন।
তারপর যান ফেইচবুকে
create a new account এ ক্লিক করুন
তারপর আপনার নাম অথবা আপনি যে নাম দিয়ে একাউন্ট খুলতে চান তা দিন।
তারপর জন্মতারিখ দিন।
তারপর এখানে ক্লিক করে
(Screenshot1)
(Screenshot1)
তারপর একটা পাসওয়ার্ড দিয়ে
তারপর
( Screenshot4)
জিমেইল কোড ভেরিফাই করতে আপনার জিমেইলে একটা মেসেজ যাবে সেখান থেকে কোড কপি করে এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দিন।
( Screenshot5)
( Screenshot4)
জিমেইল কোড ভেরিফাই করতে আপনার জিমেইলে একটা মেসেজ যাবে সেখান থেকে কোড কপি করে এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দিন।
( Screenshot5)
তারপর ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে এখানে আপনি next এ ক্লিক করে দিন।
( Screenshot6)
হয়ে গেল আপনার ফেক ফেইচবুক একাউন্ট ।
( Screenshot7)
( Screenshot6)
হয়ে গেল আপনার ফেক ফেইচবুক একাউন্ট ।
( Screenshot7)
( আপনাকে 10 মিনিটের মধ্যে একাউন্ট খুলতে হবে।)
চাইলে প্রতি 15 মিনিটে একটি করে ফেক ফেইচবুক একাউন্ট খুলতে পারবেন
বন্ধুরা আজকে এখানেই শেষ। দেখা হবে আগামীতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভাল থাকেন। খোদা হাফেজ
আমার এই পোস্টটি কেমন হল তা অবশ্যই কমেন্টবক্সে জানাবেন। আর যদি কোন করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
0 মন্তব্যসমূহ